As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4601

কুরআন

প্রকাশকাল: 4 Sep 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় শাইখ,আমি একবার এক আলেমের ওয়াজে শুনেছিলাম যে,কুরআনের প্রতি এক একটি আয়াত পড়ার বিনিময়ে নাকি জান্নাতের প্রতিটি অট্টালিকা এক একতলা করে লম্বা হয়ে যায়। এখন আমি জানতে চাই,কথাটি কতটকু সত্য?
জাযাকাল্লাহু খইরন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ধনণের অর্থ বিশিষ্ট একটি হাদীস আছে। হাদীসটি নীচে দেওয় হলো: حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ إِذَا دَخَلَ الْجَنَّةَ اقْرَأْ وَاصْعَدْ . فَيَقْرَأُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً حَتَّى يَقْرَأَ آخِرَ شَىْءٍ مَعَهُ অর্থঃআবু সাঈদ আল খুদরী ؓ থেকে বর্ণীত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কোরআনের বাহককে জান্নাতে প্রবেশকালে বলা হবে, তুমি পাঠ করতে থাকো এবং উপরে আরোহন করতে থাকো। অত:পর সে পড়তে থাকবে এবং প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি স্তর অতিক্রম করবে। এভাবে সে তার জ্ঞাত শেষ আয়াতটি পর্যন্ত পড়বে। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩৭৮০। শায়খ শুয়াইব আরনাউত রহ. এবং শায়েখ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। এই হাদীসের অর্থ অনেকটা আপনার প্রশ্নের শব্দের মত। তবে হুবুহু ঐ শব্দে কোন হাদীসে নেই।