As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4600

ঈদ কুরবানী

প্রকাশকাল: 3 Sep 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। কুরবানির পশুর পা নিয়ে একটা রিতি চালু আছে, যে গরু পালবে, হাটে যাবে কাজ করবে গরুর দেখা শোনা করনে, সে কুরবানির পশুর পা (নেহারির অংশ) নিবে। আমরা হাদিস থেকে পাই, কুরবানির কোন কিছু/ অংশ পারিশ্রমিক হিসাবে দেয়া যায় না। এ বিষয়ে সঠিক মাসালা / নিয়ম টা কি? . ভুলা হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। .

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই রীতি সম্পূর্ণ কুসংস্কার। কুরআন-হাদীসের সাথে এই রীতির কোন সম্পর্ক নেই। এই রীতি বাদ দেয়া আবশ্যক।কুরবানীর পশুর পার হুকুম কুরবানীর গোশতের মতই।