As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4599

বিবাহ-তালাক

প্রকাশকাল: 2 Sep 2018

প্রশ্ন

হুজুর আমি সম্প্রতি হুরমতে মুসাহারাত সম্পর্কে জানতে পেরেছি। কেউ যদি শুধু মুখে উচ্চারণ করে বলে আমি মহিলার সাথে যিনা করেছি কিংবা অন্তরে এই ধরনের কথা বলে তাহলে ওই ব্যক্তির সাথে কি সেই মহিলার কন্যার সাথে বিবাহ হারাম হয়ে যাবে?কিন্তু বাস্তবে সে এ ধরনের কাজ করেনি কিংবা এ ধরনের কথার প্রচার ও করেনি।

উত্তর

বাস্তবে না করে মুখে উচ্চারণ করা তো অনর্থক কাজ। বোকার কাজ। এর দ্বারা সেই মহিলার কন্যার সাথে ঐ ব্যক্তির বিবাহ হারাম হয়ে যাবে না।