আসসালামু আলাইকুম। প্রশ্নটির উত্তর না পেয়ে আবার প্রশ্ন করলাম। অনুগ্রহপূর্বক উত্তরটি দিবেন। ১.বছর তিনেক আগে আমি মেসে থাকতাম। একদিন ট্রাউজারে মোযী লাগা অবস্থায় শুয়ে ছিলাম। ট্রাউজারে মোযী লেগে থাকার দাগ ছিলো। তখন হঠাৎ করে এক বন্ধু এসে একটি প্লাস্টিকের ইলেকট্রিক সকেট আমার ট্রাউজারে ছুঁড়ে মারে। সকেটটি মোযী লাগা জায়গায় লেগেছিলো। আবার সাথে সাথেই সকেটটি সে আবার হাতে নিয়ে নেয়। কিন্তু তখন লজ্জার জন্য আমি তাকে কিছু বলতে পারি নি। ফলে সকেটটি ও তার হাত ধোয় নি সে। তারপর আমরা একই বাসায় এক বছর থাকি। আমার প্রশ্ন হলো তার হাতের দ্বারা বাসার সকল জিনিসপত্র কী নাপাক হয়ে গেছে?এখন কী ওই জিনিসপত্র ব্যবহার করা যাবে?এখন কী সে বন্ধুর সাথে হাত মেলানো যাবে? আমার কী করণীয় আমি বুঝতে পারছি না। দয়া করে উত্তরটি দিয়ে আমাকে চিন্তামুক্ত করুন। ধন্যবাদ।