আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4576

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 10 আগস্ট 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। প্রশ্নটির উত্তর না পেয়ে আবার প্রশ্ন করলাম। অনুগ্রহপূর্বক উত্তরটি দিবেন। ১.বছর তিনেক আগে আমি মেসে থাকতাম। একদিন ট্রাউজারে মোযী লাগা অবস্থায় শুয়ে ছিলাম। ট্রাউজারে মোযী লেগে থাকার দাগ ছিলো। তখন হঠাৎ করে এক বন্ধু এসে একটি প্লাস্টিকের ইলেকট্রিক সকেট আমার ট্রাউজারে ছুঁড়ে মারে। সকেটটি মোযী লাগা জায়গায় লেগেছিলো। আবার সাথে সাথেই সকেটটি সে আবার হাতে নিয়ে নেয়। কিন্তু তখন লজ্জার জন্য আমি তাকে কিছু বলতে পারি নি। ফলে সকেটটি ও তার হাত ধোয় নি সে। তারপর আমরা একই বাসায় এক বছর থাকি। আমার প্রশ্ন হলো তার হাতের দ্বারা বাসার সকল জিনিসপত্র কী নাপাক হয়ে গেছে?এখন কী ওই জিনিসপত্র ব্যবহার করা যাবে?এখন কী সে বন্ধুর সাথে হাত মেলানো যাবে? আমার কী করণীয় আমি বুঝতে পারছি না। দয়া করে উত্তরটি দিয়ে আমাকে চিন্তামুক্ত করুন। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তার হাতে থাকা তরল নাপাকী যা কিছুতে লাগবে সেগুলো নাপাকা হবে। তবে তার হাত শুকিয়ে যাওয়ার পর কোন কিছুতে হাত লাগারে নাপাক হবে না। নাপাক বা অপবিত্র বস্তু ব্যবহার করে সালাত আদায় করা যাবে না, অন্য কাজে ব্যবহার করতে তো বড় কোন সমস্যা নেই। যদি আপনার খারাপ লাগে তাহলে বাসার আসবাবগুলো ভিজা কাপড় দিয়ে মুছে দিবেন,তাহলে সব পবিত্র হয়ে যাবে। তার সাথে হাত মিলাতে কোন সমস্যা নেই। তরল নাপাকি কোন কিছুতে লাগলে সেটা নাপাক হয়ে যায়, সেটা শুকিয়ে যাওয়ার পর শুকনো কোথাও লাগলে সেটা নাপাক হয় না, তবে ভিজা কোথাও লাগলে সেটা নাপাক হয়ে যাবে। সুতরাং বেশী চিন্তার কারণ নেই। প্রয়োজনে বাসাটা একবার ধুয়ে নিন, আসবাবগুলো ভিজা কাপড় দিয়ে মুছে দিন।