একজন বাবা তার ছেলেকে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই তোমরা গোসল করবে তখনই তোমরা গোসলের ফরজ আদায় করবে যদিও তোমরা পবিত্র অবস্থায় থাকো । একথা শুনে সন্তানটি তার বাবাকে বলছে যে, হে আমার বাবা, আপনি এই হাদীসটি কোথায় পেয়েছেন তা আমাকে বলুন । একথা শুনে তার বাবা সঠিক উত্তর দিতে না পেরে বিব্রতকর অবস্থায় বদদোয়া করে যে তুমি কাফের হয়ে মৃত্যুবরণ করিও । এখন প্রশ্ন হচ্ছে উক্ত দোয়াটি কি কবুল হবে এবং ছেলেটি কি কাফের হিসেবে মারা যাবে? যদি তাই হয় তাহলে ছেলেটির মুমিন হিসেবে মারা যাওয়ার জন্য করণীয় কি?