আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4559

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 জুলাই 2018

প্রশ্ন

একজন বাবা তার ছেলেকে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই তোমরা গোসল করবে তখনই তোমরা গোসলের ফরজ আদায় করবে যদিও তোমরা পবিত্র অবস্থায় থাকো । একথা শুনে সন্তানটি তার বাবাকে বলছে যে, হে আমার বাবা, আপনি এই হাদীসটি কোথায় পেয়েছেন তা আমাকে বলুন । একথা শুনে তার বাবা সঠিক উত্তর দিতে না পেরে বিব্রতকর অবস্থায় বদদোয়া করে যে তুমি কাফের হয়ে মৃত্যুবরণ করিও । এখন প্রশ্ন হচ্ছে উক্ত দোয়াটি কি কবুল হবে এবং ছেলেটি কি কাফের হিসেবে মারা যাবে? যদি তাই হয় তাহলে ছেলেটির মুমিন হিসেবে মারা যাওয়ার জন্য করণীয় কি?

উত্তর

পিতার উচিত হয় নি এভাবে বলা। আর পুত্ররেও কথা বার্তায় আরো সাবধান হওয়া দরকার, পিতার মেজাজ অনুযায়ী কথা বলা দরকার। কথিত এই হাদীস শুনে সে বিষয়ে যাচাই অন্যভাবেও করা যেত। কোন আলেমের কাছে শুনলেও হতো, তাকে এভাবে না বলে। এই বদ দোয়া নিয়ে চিন্তা করার দরকার নেই। ইসলামের যাবতীয় আহকাম মেনে চলার চেষ্ট করবে।