As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 454

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 Apr 2007

প্রশ্ন

সারে সাত ভরি স্বর্ণের কম হলেও কি যাকাত দিতে হবে..?
আর আমরা তো জানি যে কারো কাছে যদিসারে সাত ভরি স্বর্ণ থাকে এবং এগুলো এক বছর অতিক্রম করে তখন তাঁর যাকাত দিতে হয়,,, প্লীজ একটু বুঝিয়ে বলবেন,, যাঝাকাল্লাহ খাইর

উত্তর

যাকাতের ক্ষেত্রে স্বর্ণের নিসাব হলো স্বর্ণ সাড়ে সাত ভরি হতে হবে। এবং এক বছর থাকতে হবে। এর কম হলে স্বর্ণের যাকাত দিতে হবে না।