As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 453

নামায

প্রকাশকাল: 27 Apr 2007

প্রশ্ন

১. ইমাম সাহেব সুন্নাত সালাত (ফজর, যোহর এর সুন্নাত) আদায় না করে কি ফরয সালাতের ইমামতি করতে পারবেন না? দেখা যাচ্ছে ইমাম সাহেব যখন আসলেন তখন সুন্নাত সালাত আদায় এর জন্য পর্যাপ্ত সময় নাই। অর্থাৎ জামাতের সময় হয়ে গেছে। ২. কোন কারনে ইমাম সাহেবের এক ওয়াক্ত বা কয়েক ওয়াক্ত নামায কাযা হয়ে গেছে এবং তার এই কাযা নামায আদায় করা হয় নি। এমতাবস্থায় কি তিনি অন্য ওয়াক্তের নামাযের ইমামতি করতে পারবেন? অর্থাৎ কাযা নামায ব্যতিরেকে কি অন্য ওয়াক্তের নামাযের ইমামতি করা যায়?

উত্তর

ইমাম সাহেব সুন্নাত সালাত না পড়লেও সালাতে ইমামতি করতে পারবেন। কোন সমস্যা নেই। কাজা নামায ব্যতিরেকে অন্য ওয়াক্তের নামাযের ইমামতিতে কোন সমস্যা নেই।