আসসালামুয়ালাইকুম। নিচের প্রশ্নগুলোর সদয় উত্তর দিয়ে উপকৃত করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবঃ
১. আমি একটি সফটওয়্যার কোম্পানিতে চাকুরী করি। আমার কোম্পানি ব্যাংক ও ক্ষুদ্রঋণ সংস্থার কাছে নিজস্ব উৎপাদিত সফটওয়্যার বিপনন করে থাকে। আমাদের মাসিক বেতন মূলত একটি বৃহৎ ক্ষুদ্রঋণ সংস্থার কাছ থেকে আসে। আমি যদিও এসব সংস্থার সাথে সরাসরি কাজ করি না কিন্তু সফটওয়্যার উন্নয়নে আইটি সাপোর্টে কাজ করে থাকি। এমতাবস্থায় আমার চাকুরী বা আয় কি হালাল হবে? যদি হালাল না হয় তাহলে নতুন কোন চাকুরী খুঁজে না পাওয়া পর্যন্ত আমার কি করা উচিত?
২. যদি কোন হারাম উপাদান বা হারাম উপদান হতে উৎপাদিত পশুখাদ্য কোন হালাল পশুকে খাওয়ানো হয় তাহলে সে পশু কুরবানি দেওয়া বা খাওয়া কি হালাল?
৩. যদি কোন হারাম উপাদান বা হারাম উপদান হতে উৎপাদিত সার, কীটনাশক বিভিন্ন শস্য ফলানোর কাজে ব্যবহার করা হয় তাহলে সে খাবার খাওয়া কি হালাল?
৪. পানি পরিশোধনে যদি কোন হারাম উপাদান ব্যবহার করা হয় যেমন, পশুর হাড় হতে উৎপাদিত কার্বন ফিল্টার, তাহলে ঐ পানি পান করা কি হালাল?