আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4358

হালাল হারাম

প্রকাশকাল: 4 জানু. 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। নিচের প্রশ্নগুলোর সদয় উত্তর দিয়ে উপকৃত করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবঃ
১. আমি একটি সফটওয়্যার কোম্পানিতে চাকুরী করি। আমার কোম্পানি ব্যাংক ও ক্ষুদ্রঋণ সংস্থার কাছে নিজস্ব উৎপাদিত সফটওয়্যার বিপনন করে থাকে। আমাদের মাসিক বেতন মূলত একটি বৃহৎ ক্ষুদ্রঋণ সংস্থার কাছ থেকে আসে। আমি যদিও এসব সংস্থার সাথে সরাসরি কাজ করি না কিন্তু সফটওয়্যার উন্নয়নে আইটি সাপোর্টে কাজ করে থাকি। এমতাবস্থায় আমার চাকুরী বা আয় কি হালাল হবে? যদি হালাল না হয় তাহলে নতুন কোন চাকুরী খুঁজে না পাওয়া পর্যন্ত আমার কি করা উচিত?
২. যদি কোন হারাম উপাদান বা হারাম উপদান হতে উৎপাদিত পশুখাদ্য কোন হালাল পশুকে খাওয়ানো হয় তাহলে সে পশু কুরবানি দেওয়া বা খাওয়া কি হালাল?
৩. যদি কোন হারাম উপাদান বা হারাম উপদান হতে উৎপাদিত সার, কীটনাশক বিভিন্ন শস্য ফলানোর কাজে ব্যবহার করা হয় তাহলে সে খাবার খাওয়া কি হালাল?
৪. পানি পরিশোধনে যদি কোন হারাম উপাদান ব্যবহার করা হয় যেমন, পশুর হাড় হতে উৎপাদিত কার্বন ফিল্টার, তাহলে ঐ পানি পান করা কি হালাল?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। আপনি যদিও সরাসরি হারাম কাজে লিপ্ত নন, কিন্তু পাপের কাজে সহযোগিত করছেন নি:সন্দেহে। আর আপনার বেতনও আসছে সরাসরি হরাম টাকা থেকে সুতরাং অবিলম্বে আপনার এই চাকুরী ত্যাগ করা জরুরী। অন্য কোন আয়ের উৎস থাকলে এখানে আপনার আর থাকা আদৌ ঠিক হবে না। ২। আপনি নিজে কখনো হারাম খাদ্য খাওয়াতে যাবেন না, হারাম খাইয়ে পশু কুরবানী দিতে যাবেন না। তবে পশু হালাল হওয়ার কারণে উক্ত পশুর গোশত ও কুরবানী হালাল হবে। ৩। খাওয়া হালাল হবে। সার, কীটনাশক হারাম উপাদান হলে সমস্যা নেই। ৪। হালাল পশুর হাড় হলে হারাম হয় না। তবে শুকুরের বা কুকুরের হাড় দিয়ে তৈরী ফিল্টারে পান করা হালাল হবে না। যেমনভাবে সোনা-রুপার পাত্রে খাওয়া জায়েজ নয়।