আমি জানতে পেরেছি যে কোনো মানুষের গায়ে পা লাগলে, সেই লোক যদি খারাপ মনে না করে, তাহলে গুনাহ হবে না। আরবে কাউর গায়ে পা লাগলে অসম্মান মনে করে না। কিন্তু আমি যদি কোনো জিনিসপত্রে যেমন বইখাতায় পা লাগাই তাহলে কি গুনাহ হবে? কিংবা কুরআনে পা লাগলে কি অসম্মান করা হবে? এবং আমার কি সালাম করতে হবে?