As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4343

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 20 Dec 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
১.. মুসলিম গরীব কিন্তু ১০০%বেনামাজি (জুমার সালাতও আদায় করে নাহ ) তাকে দান করলে সওয়াব পাওয়া যাবে?
২…ইয়াতিম মাদ্রাসায় থাকে কিন্তু শবেবরাত, মিলাদ, নাওতু…নিয়ত পড়ে..( বিদআতি মাদ্রাসার ইয়াতিম এবং শিক্ষক দের) খাওয়ালে সওয়াব পাওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অমুসলিমকে দান করলেও সওয়াব পাওয়া যাবে। দান করে সওয়াব পাওয়ার জন্য মুসলিম হওয়াও জরুরী নয় সুতরাং আপনি যাদের কথা উল্লেখ করেছেন তাদের করলে তো সওয়াব পাবেনই। তবে আপনার দান করা অর্থ দ্বারা কেই অন্যের ক্ষতি করতে পারে এমন আশঙ্ক করলে দান করবেন না। আর ফরজ ওয়াজিব দান যেমন, যাকাত, ফিতরা অবশ্যই মুসলিমদের করতে হবে।