আসসালামু অলাইকুম,
আমি আমার নিজের পরিচয় দিতে চাচ্ছি না তার জন্য দুঃখিত, আমার সমস্যাটি শুধু বলছি একটু আমার দিকটা চিন্তা করে উত্তর দিবেন, আমার আব্বু প্রায়ই আমার মা এবং আমাকে কুকুরের বাচ্চা আরও অনেক খারাপ ভাষায় গালি গালাজ করে, কিন্তু আবার নামাজও পড়েন,কিছুদিন আগে আমার অজান্তেই আব্বুর পায়ে পা লেগে যায় আমি না সালাম করে বলেছি দেখি নাই আব্বু, সালাম তো করা যাবে না আমি এই কথাটি হেসে হেসে বলেছি এই কথায় আবার আব্বু রেগে গিয়ে আমাকে হুট করে বলে কীসব নাস্তিকের মতো কথা বলো!নাস্তিক তুমি? কথাটা এইভাবেও বলেনি আসলে খুবই আক্রমণাত্মক ছিলো কথাটি,আব্বু আমাকে অন্য কিছুও বলতে পারতো, আমাকে রাস্তার মেয়ে বলেও গালি দিতে পারতো আমার কোনোরকম লাগতো না। আমি খুব কেঁদেছিলাম এমনকি এখনও কাঁদি যদি আমার অন্যায় এতে সত্যিই হয়ে থাকে এবং আব্বুর এই কথাও যদি বাস্তবে পরিণত হয়ে যায় আল্লাহ্ যদি কবুল করে ফেলে এই ভেবে,
আমি খুবই হীনম্মন্যতায় ভুগছি এবং মাথায় খুব এলোমেলো কথা জড়ো হচ্ছে আব্বু কি অন্যায় করেছে?যদি না করে তাহলে আমি কি ভুক্তভোগী হবো? আমি জানি সন্তানকে বাবা শাসন করতে পারে এমনকি মারতেও পারে কিন্তু যেসব গালি দেওয়া আল্লাহ্ হারাম করেছেন সেইসব গালি দিয়েও কি সন্তানকে শাসন করা যায়, আল্লাহ্ কি এতে কোনো শাস্তিই দিবেন না, শুধু উনি পিতা বলে? জানাবেন প্লিজ,আরেকটা কথা স্ত্রীকে ও সন্তানকে অমানবিকভাবে প্রহার করার ও গালি দেওয়ার কি শাস্তি আল্লাহ্ ধার্য করেছেন? আল্লাহ্ আমার আব্বুকে নেক হায়াত দান করুন আমি তাই চাই।