As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4301

ঈমান

প্রকাশকাল: 8 Nov 2017

প্রশ্ন

আস্সালামুআলাইকুম। রাসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাজির-নাজির কিনা জিজ্ঞাসা করলে উত্তর আসে এটি আল্লাহর গুন কিন্তু আবার বলে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, তিনি আরশের উপরে। বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আরশের উপরে কিন্ত সব কিছু তার নখদর্পনে, তিনি সব কিছু দেখেন এবং শুনেন। তার দেখার জন্য বা শুনার জন্য উপস্থিতির প্রয়োজন নেই। যেহেতু তিনি দেখেন ও শোনেন সে অর্থে তিনি হাজির-নাজির। এটাই সঠিক আকীদা।