আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি একজন আইনের শিক্ষার্থী, কিছুদিন পরেই আমি স্নাতক তথা এল এল বি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হল দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা , সহজ ভাবে বলতে গেলে জজ অথবা ম্যাজিস্ট্রেট কিংবা বিচারক পেশা ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম? এখানে সাধারণত ব্রিটিশ আইন গুলোর বাস্তবায়ন এবং প্রণয়ন হয়ে থাকে সে অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা হয়। তাহলে এই পেশাকে কি হালাল হিসেবে অথবা একজন মুসলমানের এই পেশাকে বিবেচনা করাটা কতটা যৌক্তিক? দয়া করে বিস্তারিত জানাবেন।