আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4282

বিচার আচার

প্রকাশকাল: 20 অক্টো. 2017

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি একজন আইনের শিক্ষার্থী, কিছুদিন পরেই আমি স্নাতক তথা এল এল বি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হল দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা , সহজ ভাবে বলতে গেলে জজ অথবা ম্যাজিস্ট্রেট কিংবা বিচারক পেশা ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম? এখানে সাধারণত ব্রিটিশ আইন গুলোর বাস্তবায়ন এবং প্রণয়ন হয়ে থাকে সে অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা হয়। তাহলে এই পেশাকে কি হালাল হিসেবে অথবা একজন মুসলমানের এই পেশাকে বিবেচনা করাটা কতটা যৌক্তিক? দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।সরাসরি হারাম কাজ করতে হয়, এমন চাকুরী জায়েজ নেই। যেমন সুদ ভিত্তিক ব্যাংক, বীমাতে চাকুরী করা জায়েজ হবে না, সরাসরি সুদের কাজ হওয়ার কারণে। আল্লাহর আইনের তথা কুরআন-সুন্নাহর আইনের বিপরীতে মানুষের তৈরী করা আইন দ্বারা বিচার করতে হয় এমন আদালতে বিচারক হওয়া যাবে না, সরাসরি আল্লাহর আইনের বাইরে বিচার করতে হবে, এই কারণে। অন্যান্য বিভাগ, যেখানে হারাম কাজ করতে হয় না, সেখানে চাকুরী জায়েজ। ওকালতি করা জায়েজ, ইসলামী ব্যাংকের আইন উপদেষ্টা হওয়া জায়েজ। তবে সুদ ভিত্তিক কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হওয়া যাবে না, সুদ অবৈধ হওয়ার কারণে এবং গুনাহের কাজে সহযোগিতা হবে সেই কারণে। আল্লাহ তায়ালা বলেছেন, ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।