As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4238

সালাত

প্রকাশকাল: 6 Sep 2017

প্রশ্ন

০১.নামাজের ওয়াক্ত হয়ে গেলে আযানের আগেই কি সুন্নাত নামাজ পর নেওয়া যাবে?
০২. মাগরিবের ওয়াক্ত যেহেতু খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য বিরাজমান থাকে তাই তখন মসজিদে প্রবেশ করে কি তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা যাবে (যেহেতু তখন বা তার আগে নামাজের নিষিদ্ধ সময় বিদ্যমান থেকে যায়)?

উত্তর

হ্যাঁ, আযানের আগেই সুন্নাত পড়া যাবে। সূর্য ডোবার সাথে সাথে মাগরিবের আযান হয়।তাহলে আযানের আগে নামায পড়বেন কীভাবে? আযানের পরে জামাতের আগে নামায আদায় করবেন যদি সময় থাকে। আর মাগরিবের ওয়াক্ত সংক্ষিপ্ত নয়। সূর্য ডোবার পর থেকে এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। ১ ঘন্টার উপর মাগরিবের সময় থাকে।