As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4237

হাদীস

প্রকাশকাল: 5 Sep 2017

প্রশ্ন

হুজুর আপনার আলোচনায় শুনেছিলাম নবীজি কখনো ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করেন নি। হাদিস থেকে প্রমাণিত যে, নবীজি বলেছেন শেষ রাতে ও ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। অন্য একটা হাদিস থেকে প্রমাণিত যে, নবীজি বলেছেন : যে ব্যাক্তি ইমামতি করে সে যেনো মুক্তাদিদের বাদ দিয়ে শুধু নিজের জন্য দোয়া না করে। যদি সে এরকম করে তাহলে সে যেনো মুক্তাদিদের সাথে খেয়ানত করলো। তাহলে এই আলোচনা আর আপনার আলোচনা তো কনফ্লিক্ট করে।

উত্তর

শায়েখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গী রহি. কয়েক বছর আগে মারা গেছেন। নামাযের পর দুআ করা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। তবে সম্মিলিতভাবে দুআ করার কথা কোন হাদীসে পাওয়া যায় না। মুক্তাদিদের জন্য ইমাম সাহেব নিজে দুআ করবে, সকলকে নিয়ে নয়। কুরআনের অধিকাংশ দুআ পাঠ করলে সকলের জন্য দুআ করে হয়ে যায়। সকলের জন্য দুআ করতে হবে, তবে সকলে একসাথে নিয়ে নয়।