আসসালমু আলাইকুম, আমার শ্বশুর সাধারণ ব্যাংকে চাকুরী করে। এই হিসাবে তার আয় হারাম। যেহেতু আমি ইবাদত করি আমি চাইনা কোন হারাম খেতে বা পরে আমার ইবাদত নষ্ট করতে। আমার প্রশ্ন হলো:
১. শ্বশুরের দেওয়া উপহার (শার্ট, প্যান্ট) গ্রহণ করা বা ব্যবহার করা জায়েজ?
২. সাধারণত শ্বশুরের বাড়িতে বেড়াতে গেলে আত্মীয়তার খাতিরে ২-৩ দিন থাকতে ও খেতে হয়। এক্ষেত্রে উনার বাড়িতে থাকা বা খাওয়া জায়েজ?