আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4230

হালাল হারাম

প্রকাশকাল: 29 আগস্ট 2017

প্রশ্ন

আসসালমু আলাইকুম, আমার শ্বশুর সাধারণ ব্যাংকে চাকুরী করে। এই হিসাবে তার আয় হারাম। যেহেতু আমি ইবাদত করি আমি চাইনা কোন হারাম খেতে বা পরে আমার ইবাদত নষ্ট করতে। আমার প্রশ্ন হলো:
১. শ্বশুরের দেওয়া উপহার (শার্ট, প্যান্ট) গ্রহণ করা বা ব্যবহার করা জায়েজ?
২. সাধারণত শ্বশুরের বাড়িতে বেড়াতে গেলে আত্মীয়তার খাতিরে ২-৩ দিন থাকতে ও খেতে হয়। এক্ষেত্রে উনার বাড়িতে থাকা বা খাওয়া জায়েজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তার যদি অন্য কোন আয়ের ব্যবস্থা না থাকে, অধিকাংশ আয় হারাম হয় তাহলে তার টাকা পয়সা থেকে কোন কিছু গ্রহন করা যাবে না। শ্বশুরের দেওয়া শার্ট আপনি অন্য কোন অসহায় মানুষকে দিয়ে দিবেন। শ্বশুর বাড়ীতে যা খাবেন সেই পরিমাণ টাকা অসহায় মানুষদেরকে দিয়ে দিবেন।কৌশলে তার থেকে যে কোন অর্থনৈতিক সুবিধা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন ব্যস্ততার কারণে দেখিয়ে সেখানে যাওয়া কমিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন।তবে যদি অন্য আয়ের ব্যবস্থা থাকে, অধিকাংশ আয় হালাল হয় তাহলে সমস্যা নেই।