আসসালামু আলাইকুম, আমার বাবা আমার কাছ থেকে জমি কেনার জন্য ৮০ হাজার টাকা সাংসারিক খরচ বাবদ ২০ হাজার টাকা ধার নেন। ১.এক্ষেত্রে কি আমাকে যাকাত দিতে হবে মোট এক লক্ষ টাকার উপর?
২. নাকি এই ১ লক্ষ টাকা আমার হাতে আসার পর দিতে হবে? আর হাতে আসার পর দিতে হলে এক লক্ষ টাকার এক বছরের নাকি যত বছর পাওনা ছিল তত বছরের দিতে হবে?
৩. ধরুন, বাবাকে দেওয়া ঋণ ১ লক্ষ টাকা ছাড়াও আমার হাতে আরও ৫০ হাজার টাকা আছে এবং এই ৫০ হাজার টাকার নিসাব পূর্ণ হবার পর দশম মাসে আমার বাবা আমাকে ১ লক্ষ্য টাকা পরিশোধ করল। এখন দ্বাদশ মাস পর কত টাকার যাকাত আদায় করতে হবে?
ক. (৫০,০০০ x ২.৫%) = ১,২৫০
খ. (১,৫০,০০০ x ২.৫%) = ৩,৭৫০
গ. (১,৫০,০০০ x ২.৫%) + (১,০০,০০০ x ২.৫%) = ৬,২৫০