আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4228

যাকাত

প্রকাশকাল: 27 আগস্ট 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার বাবা আমার কাছ থেকে জমি কেনার জন্য ৮০ হাজার টাকা সাংসারিক খরচ বাবদ ২০ হাজার টাকা ধার নেন। ১.এক্ষেত্রে কি আমাকে যাকাত দিতে হবে মোট এক লক্ষ টাকার উপর?
২. নাকি এই ১ লক্ষ টাকা আমার হাতে আসার পর দিতে হবে? আর হাতে আসার পর দিতে হলে এক লক্ষ টাকার এক বছরের নাকি যত বছর পাওনা ছিল তত বছরের দিতে হবে?
৩. ধরুন, বাবাকে দেওয়া ঋণ ১ লক্ষ টাকা ছাড়াও আমার হাতে আরও ৫০ হাজার টাকা আছে এবং এই ৫০ হাজার টাকার নিসাব পূর্ণ হবার পর দশম মাসে আমার বাবা আমাকে ১ লক্ষ্য টাকা পরিশোধ করল। এখন দ্বাদশ মাস পর কত টাকার যাকাত আদায় করতে হবে?
ক. (৫০,০০০ x ২.৫%) = ১,২৫০
খ. (১,৫০,০০০ x ২.৫%) = ৩,৭৫০
গ. (১,৫০,০০০ x ২.৫%) + (১,০০,০০০ x ২.৫%) = ৬,২৫০

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্ন একটু সহজ করে করবেন। আপনার ধার দেওয়া টাকার যাকাত আপনাকে দিতে হবে। নিসাব পূর্ণ হওয়ার একবছর পর যতটাকা আপনার মালিকানায় থাকবে সেই টাকার যাকাত দিতে হবে। মনে করুন রমাজান মাসে আপনার নিসাব পূর্ণ হলো, তাহলে পরের রমজান মাসে আপনার কাছে যতটাকা থাকবে সব টাকার যাকাত দিতে হবে। সব টাকার নিসাব পূর্ণ হওয়া জরুরী নয়। ধার দেয়া টাকা মোট টাকার সাথে যোগ করে যাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।