As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4153

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Jun 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ছেলের (বয়স ৯ বছর ৬ মাস) নামে ইসলামি ব্যাংকে ১০ বছর মেয়াদী মান্থলি ডিপোজিট স্কীমে টাকার পরিমাণ ২৬০০০০। একাউন্ট ম্যাচিউর হতে আরও এক বছর সময় বাকি আছে। একাউন্ট পরিচালনা আমাকে করতে হয়। এখন যাকাত কি দিতে হবে?
নিকট আত্মীয়দেরকে বা অন্য কাউকে যাকাতের টাকা না বলে ঈদে খরচ করার জন্য বা কিছু না বলে টাকা দিলাম এইভাবে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? যাকাতের মোট টাকা থেকে ৫০০, ১০০০ এইভাবে বিভিন্নজনকে দেয়া যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই টাকার যাকাত দিতে হবে। যাকাত পাওয়ার যোগ্য যে কোন ব্যক্তিকে আপনি যাকাতের কথা সরাসরি না বলেও যাকাত দিতে পারেন। যাকাতের মোট টাকা থেকে ৫০০, ১০০০ এইভাবে বিভিন্নজনকে দেয়া যাবে।