As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4154

আদব আখলাক

প্রকাশকাল: 14 Jun 2017

প্রশ্ন

কোন মুসলিম ভাই যদি আমাকে অন্যায় ভাবে আঘাত করতে আসে তাহলে আমি কি তাকে প্রতিহত করার জন্য আঘাত করতে পারব? অথবা সে যদি আমাকে অন্যায় ভাবে হত্যা করতে আসে তাহলে কি আমি যদি তাকে আঘাত করি তাহলে কি পাপ হবে? আমার জানামতে এক মুমিন বান্দার জন্য আরেক মুমিন বান্দার রক্তকে হারাম করা হয়েছে এবং গালি দেওয়া মুনাফেকি।

উত্তর

জ্বী, কেউ আঘাত করতে আসলে বা হত্যা করতে আসলে অবশ্যই আপনি তা প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করবেন।আপনার কোন পাপ হবে না।