আমার ছেলের নামে ইসলামি ব্যাংকে ডিপোজিট এ টাকার পরিমান ২০০০০০, মাইনর একাউন্ট । সমিতির ফান্ডে আমার নামে ১৫০০০০, হজ্জ একাউন্টে আমার নামে ৬০০০০, স্ত্রীর (নিজ সম্পতি) স্বর্ণর পরিমাণ ৫ ভরি আমার লোনের নগদ পরিমাণ ১০০০০০ (ধার) বাবার দেওয়া (আমার নামে) জমির উপরে লোন ৮০০০০০ (লোন বাবা করেছে) আমার উপরে কি যাকাত ফরজ? যদি ফরজ হয়, দয়া করে বিস্তারিত জানাবেন।