আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4105

যাকাত

প্রকাশকাল: 26 এপ্রিল 2017

প্রশ্ন

আমার ছেলের নামে ইসলামি ব্যাংকে ডিপোজিট এ টাকার পরিমান ২০০০০০, মাইনর একাউন্ট । সমিতির ফান্ডে আমার নামে ১৫০০০০, হজ্জ একাউন্টে আমার নামে ৬০০০০, স্ত্রীর (নিজ সম্পতি) স্বর্ণর পরিমাণ ৫ ভরি আমার লোনের নগদ পরিমাণ ১০০০০০ (ধার) বাবার দেওয়া (আমার নামে) জমির উপরে লোন ৮০০০০০ (লোন বাবা করেছে) আমার উপরে কি যাকাত ফরজ? যদি ফরজ হয়, দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর

আপনার ছেলের উপর যাকাত ফরজ যদি সে প্রাপ্ত বয়স্ক হয়। আপনার স্ত্রীর উপর যাকাত ফরজ নয়, যদি অন্য কোন যাকাত যোগ্য সম্পদ না থাকে। আর আপনার উপর যাকাত ফরজ ১ লাখ ১০ হাজার টাকার। আপনার মোট টাকা আঝে ২ লাখ ১০ হাজার,ধারের ঋন বাদ যাবে ১ লাখ। সুতরাং ১ লাখ ১০হাজার টাকার যাকাত দিতে হবে। আর ব্যাংক ঋন যাকাত দেয়ার ক্ষেত্রে ঋন হিসাবে গণ্য নয়। কারণ ব্যাংক ঋন নেয়ার সময় পরিষোধ করার যোগ্যতা দেখানোর জন্য যে সম্পদ দেখাতে হয় সেটা ঋনের বিপরীতে আপনার মূলধন হিসাবে গণ্য। বিস্তারিত জানতে দেখুনhttps://www.youtube.com/watch?v=rmVcMP69zso। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।