ওয়া আলাইকুমুস সালাম। নকল করে নিজের যোগ্যতায় পাশ করা এটা কিভাবে হয়? যোগ্যতা থাকলে আবার নকল করবে কেন? নকল করে পাশ করা মানে সে অযোগ্য। আর এই সার্টিফিকেট দিয়ে চাকুরী করা মানে অযোগ্য কোন ব্যক্তি নিয়োগ পাওয়া। আর অযোগ্য মানুষ নিয়োগ পাওয়ার অর্থ হলো কাজ যথাযথ করতে না পারা। এমন লোকের জন্য বেতন নেওয়া বৈধ হতে পারে না।