As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4042

নামায

প্রকাশকাল: 22 Feb 2017

প্রশ্ন

কিয়ামুল লাইল এ একই রাকাতে 2/3 টা সূরা বার বার পড়া যাবে কি? যদি যায় তাহলে প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রাহমানীর রাহিম বলতে হবে কি? রুকু সিজদাহ দীর্ঘ করার জন্য একই তাসবীহ কতবার পড়া যাবে?

উত্তর

কিয়ামুল লাইলে একই রাকাত একাধিক সূরা পড়া যাবে, নতুন সূরার শুরুতে বিসমিল্লাহ বলবেন। একই তাসবীহ বার বার পড়া যাবে, সংখ্যা নির্দিষ্ট নেই।