আমরা হলের এক রুমে ৬ জন থাকি, সেখানে দুইজন হিন্দু এবং ওরা পুতুল এবং মূর্তির ছবি রাখে। আমি যখন নামাজ পড়ি মূর্তির ছবিটা ঢেকে দিই তবু পুতুল বা অন্য ছবি গুলি দেখা যায়। এখন এই ক্ষেত্রে আমার নামাজ পড়া যায়েজ হচ্ছে? বলে রাখা দরকার আমাদের একটি নামাজের রুম আছে সেটি ৩য় তলায় আমি থাকি ৫ম তলায় বার বার উঠানামা করা এবং রাতের নামাজ গুলি সেখানে গিয়ে পড়া আমার জন্য কষ্টকর। এই অবস্থায় আমার আসলে করণীয় কি?