আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3993

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 জানু. 2017

প্রশ্ন

আমরা হলের এক রুমে ৬ জন থাকি, সেখানে দুইজন হিন্দু এবং ওরা পুতুল এবং মূর্তির ছবি রাখে। আমি যখন নামাজ পড়ি মূর্তির ছবিটা ঢেকে দিই তবু পুতুল বা অন্য ছবি গুলি দেখা যায়। এখন এই ক্ষেত্রে আমার নামাজ পড়া যায়েজ হচ্ছে? বলে রাখা দরকার আমাদের একটি নামাজের রুম আছে সেটি ৩য় তলায় আমি থাকি ৫ম তলায় বার বার উঠানামা করা এবং রাতের নামাজ গুলি সেখানে গিয়ে পড়া আমার জন্য কষ্টকর। এই অবস্থায় আমার আসলে করণীয় কি?

উত্তর

আপনি যতটা সম্ভব নামাযের রুমে এসে নামায পড়বেন। আর বাকী সময় মূর্তি আর পুতুল পুরোটা ঢেকে দেয়ার চেষ্ট করেন। আর যে রুমে এই সমস্যা নেই কর্তৃপক্ষকে বলে এমন একটা রুমে ছিট নেয়ার চেষ্টা করুন।