আসসালামুয়ালাইকুম! আমি একজন মহিলা (তালাকপ্রাপ্তা)। আমি নিজেই তালাক দিয়েছি। পারিবারিক সমস্যা ছিল। বর্তমানে আমি চাকুরি করে চলি। আমার একজন বিবাহ যোগ্যা মেয়ে আছে। বাড়িঘর নাই। আমি ওমরাহ্ হাজ্জ করতে খুব ইচ্ছুক কিন্তু হালাল মাহ্রুম ছাড়া যাওয়া যায় না। আমার ভাইরা এখন যাবে না। আর কোন মাহ্রুম আমার নাই যে আমি সাথে যাবো। আমার মেয়েকে আমি সাথে নিবো ইনশাল্লাহ। কিন্তু আমারই তু মাহ্রুম ছাড়া যাওয়া টা কতো টা জায়েজ? আল্লাহর বিধান মোতাবেক ছাড়া ওমরাহ্ করলেও তু জায়েজ না। আমি কি করতে পারি?
আপনারা আমার এই নিয়ত পুরন হতে দুয়া করবেন। ইনশাল্লাহ। আর আমি কুরবানি দেই না, আমার বেতন ৩০০০০-৩৫০০০ টাকার মত, আমাকে কি কুরবানি দিতে হবে?