আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3892

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 সেপ্টে. 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম! আমি একজন মহিলা (তালাকপ্রাপ্তা)। আমি নিজেই তালাক দিয়েছি। পারিবারিক সমস্যা ছিল। বর্তমানে আমি চাকুরি করে চলি। আমার একজন বিবাহ যোগ্যা মেয়ে আছে। বাড়িঘর নাই। আমি ওমরাহ্ হাজ্জ করতে খুব ইচ্ছুক কিন্তু হালাল মাহ্রুম ছাড়া যাওয়া যায় না। আমার ভাইরা এখন যাবে না। আর কোন মাহ্রুম আমার নাই যে আমি সাথে যাবো। আমার মেয়েকে আমি সাথে নিবো ইনশাল্লাহ। কিন্তু আমারই তু মাহ্রুম ছাড়া যাওয়া টা কতো টা জায়েজ? আল্লাহর বিধান মোতাবেক ছাড়া ওমরাহ্ করলেও তু জায়েজ না। আমি কি করতে পারি?
আপনারা আমার এই নিয়ত পুরন হতে দুয়া করবেন। ইনশাল্লাহ। আর আমি কুরবানি দেই না, আমার বেতন ৩০০০০-৩৫০০০ টাকার মত, আমাকে কি কুরবানি দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাহরাম পাওয়া যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার যদি কুরবানী দেওয়ার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপানাকে কুরবারী দিতে হবে। আপনার বেতনের যে পরিমাণ বলেছেন তাতে তো আপনার উপর কুরবানী ওয়াজিব মনে হচ্ছে।