আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা ইনি আউযুবিকা মিন আযাবিল কবর, ওয়া মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া অল মামাত, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। প্রশ্ন হল দুটিঃ
১। এই দোয়াটি সব নামাজের (ফরজ, সুন্নত, নফল ও বেতের) ছালাম ফিরানোর পূর্বে পড়া যাবে কি না? বিশেষ করে ফরজ ও বেতের নামাজে। ২। এর বাংলা উচ্চারণ ঠিক আছে কি না? সত্ত্বর উত্তর দিলে আমার খুব উপকার হবে। আপনার উত্তরের অপেক্ষায়। জাজাকাল্লাহু খায়রান।