As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3886

মানত

প্রকাশকাল: 19 Sep 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমার মা বাবা মারা যাওয়ার পর আজিবন সপ্তাহে ২ টি রোজা রাখার নিয়ত করেছেন। আজ ১৪ বছর তিনি তা পালন করছেন। এখন তিনি কিডনির রুগি রোজা রাখতে কসট হয়। এখন কি করনিও?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন কোন ওয়াদাবদ্ধ হওয়া উচিৎ নয় যা ভবিষ্যতে পূরন করা সম্ভব হয় না। যাই হোক এখন যদি খুব কষ্ট হয় তাহলে রোজা রাখবে না।