As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3872

যিকির দুআ আমল

প্রকাশকাল: 5 Sep 2016

প্রশ্ন

আস-সালামু আলাইকুম মুহতারাম. আমার প্রশ্ন হলো, সকাল ও সন্ধ্যার যিকির-আযকারের ক্ষেত্রে আমি সকালের যিকির ফজরের নামাজের পর পড়ি, আর সন্ধ্যার যিকির কি আমি আসরের পর পড়বো, নাকি মাগরিবের পর পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সকালের যিকির ফজরের আগে বা পরে আর সন্ধ্যার যিকির মাগরিবের পরে পড়বেন।