As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3873

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 Sep 2016

প্রশ্ন

ফকিহগণ কারা বা কাদের কে বলা হয়? মুজতাহিদ ইমাম কারা বা কাদের কে বলা হয়?

উত্তর

সংক্ষেপে এভাবে বলা যায়, কুরআন ও হাদীসে থেকে মাসআলা বের করার এবং নতুন নতুন সমস্যার সমাধাণ বের করার যোগ্যতা যাদের আছে তাদেরকে ফকীহ বা মুজতাহিদ বলা হয। অবশ্য পরিভাষায় কম যোগ্যদেরও অনেক সময় ফকীহ বলা হয়। মুজতাহিদ হতে হলে অবশ্যই উচ্চ পর্যায়ের যোগ্যতা থাকতে হবে।