আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক টাকা উপার্জনের জন্য অবৈধভাবে বিদেশে যায় এবং অবৈধভাবে সেসব দেশে থাকার অনুমতি না সত্ত্বেও থাকে। বিশেষ করে মালয়শিয়া,মধ্য প্রাশ্চের শৌদি আরব,দুবাই ইত্যাদি। আমার জামতে কিছু সংখক আলেম,হাফেজ তাবলীগের ভাই এবং আরো অনেক দিনী ভাই। ১.এভাবে বিদেশে থেকে টাকা উপার্জন করা কতটুকু শরিত সম্মত বা জায়েজ কিনা?২. জায়েজ হলে সেটা কিভাবে আর নাজায়েজ হলে যারা উপার্জন করে এখন দেশে আছে তাদের এ গুনাহ মাপ হয়ার সঠিক উপায় কি?উত্তর জানালে উপকৃত হব।