আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3679

হালাল হারাম

প্রকাশকাল: 25 ফেব্রু. 2016

প্রশ্ন

আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক টাকা উপার্জনের জন্য অবৈধভাবে বিদেশে যায় এবং অবৈধভাবে সেসব দেশে থাকার অনুমতি না সত্ত্বেও থাকে। বিশেষ করে মালয়শিয়া,মধ্য প্রাশ্চের শৌদি আরব,দুবাই ইত্যাদি। আমার জামতে কিছু সংখক আলেম,হাফেজ তাবলীগের ভাই এবং আরো অনেক দিনী ভাই। ১.এভাবে বিদেশে থেকে টাকা উপার্জন করা কতটুকু শরিত সম্মত বা জায়েজ কিনা?২. জায়েজ হলে সেটা কিভাবে আর নাজায়েজ হলে যারা উপার্জন করে এখন দেশে আছে তাদের এ গুনাহ মাপ হয়ার সঠিক উপায় কি?উত্তর জানালে উপকৃত হব।

উত্তর

কাজ অবৈধ না হলে উপার্জন হালাল হবে। তবে অবৈধভাবে থাকার কারণে গুনাহ হবে। কারণ বৈধভাবে গেলে ঐসব দেশের যে রাজস্ব আদায় হতো অবৈধভাবে গেলে সেটা হবে না। এই গুনাহ মাফের একটায় উপায় এই মুহুর্তে দেশে চলে আসা আর অবৈধভাবে না যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করা।