আসসালামু আলাইকুম। একজন লোক এমন একটি রেস্টুরেন্টে জব করে যেখানে মদ এবং শুকরের মাংস বিক্রি হয়। বাংলাদেশে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটা সে এদেশে চলে আসলে চালু হবার কথা আছে। কিন্তু সে বেশি টাকা উপার্জনের আশায় ঐ রেস্টুরেন্টেই কাজ করে যাচ্ছে। আমার প্রশ্ন হল তার ইনকামটা কি হালাল হচ্ছে? যদি হালাল না হয়ে থাকে তবে তাকে কিভাবে বোঝাতে পারি?