আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3662

হালাল হারাম

প্রকাশকাল: 8 ফেব্রু. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একজন লোক এমন একটি রেস্টুরেন্টে জব করে যেখানে মদ এবং শুকরের মাংস বিক্রি হয়। বাংলাদেশে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটা সে এদেশে চলে আসলে চালু হবার কথা আছে। কিন্তু সে বেশি টাকা উপার্জনের আশায় ঐ রেস্টুরেন্টেই কাজ করে যাচ্ছে। আমার প্রশ্ন হল তার ইনকামটা কি হালাল হচ্ছে? যদি হালাল না হয়ে থাকে তবে তাকে কিভাবে বোঝাতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের প্রতিষ্ঠানের ইনকামের পুরোপুরি টাকা হারাম না হলেও কিছু হারাম অবশ্যই।সুতরাং কোন হালাল ও পরিচ্ছন্ন ইনকামের ব্যবস্থা থাকলে এখানে কাজ বাদ দেয়া আবশ্যক।আপনি তাকে বুঝাবেন, হালাল ইনকামে আল্লাহ তায়ালা বরকত দেন, হারামে বরকত দেন না আর আখেরাতের শাস্তি তো আছেই। এছাড়া্ও হারাম খাবার খেলে ইবাদত কবুল হয় না। এভাবে বুঝাবেন।