আমার একটা প্রশ্ন আছে সেটা হল আমরা যখন বাস বা ট্রেনে বা অন্য কোনো জানবাহনে লম্বা ভ্রমন করি তখন যদি নামাজের সময় হয়ে যায় আর নামাজের ওয়াক্ত যদি বেশি সময় না থাকে তাহলে কী আমরা সেই বাহনের মধ্যে নামাজ পড়তে পারব আর কেবলা মুখি কী হতে হবে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর যদি এই সম্পকীত কোন ভিডিও থাকে দয়া করে বিস্তারিত জানাবেন।