আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3646

নামায

প্রকাশকাল: 23 জানু. 2016

প্রশ্ন

আমার একটা প্রশ্ন আছে সেটা হল আমরা যখন বাস বা ট্রেনে বা অন্য কোনো জানবাহনে লম্বা ভ্রমন করি তখন যদি নামাজের সময় হয়ে যায় আর নামাজের ওয়াক্ত যদি বেশি সময় না থাকে তাহলে কী আমরা সেই বাহনের মধ্যে নামাজ পড়তে পারব আর কেবলা মুখি কী হতে হবে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর যদি এই সম্পকীত কোন ভিডিও থাকে দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম । নিকটে কোথাও গেলে বাস-ট্রেন থেকে নেমে সালাত আদায় করবেন। দূরের যাত্রার সময় বাস-ট্রেন মাঝে বিরতি দেয়। চেষ্টা করবেন তখন নামায পড়ার জন্য। প্রয়োজনে যুহরের সালাত শেষ ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে পড়তে পারেন। মাগরিবও শেষ ওয়াক্তে ইশার আগে পড়তে পারেন। কোন ভাবেই যদি বাসের-ট্রেন ভিতরে ছাড়া নামায আদায় সম্ভব না হয়, তাহলে যতটা সম্ভব ক্বিবলামুখি হয়ে সাজদা দিয়ে নামায আদায়ের চেষ্টা করবেন। এই বিষয়ে স্যারের কোন আলোচরা এই মূহুর্তে খুঁজে পাচ্ছি না।