As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3589

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 27 Nov 2015

প্রশ্ন

ডঃ আব্দুল্লাহ্ জাহাঙ্গীর, আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্, সুরা বাকারা আয়াত ৪১, ৪২ এবং ১৭৪ বুঝিয়ে বলবেন কি? আপনার একটা লেখা পড়লাম আল্রাহর পথে দাওয়াত- হিকমাহ ও সুন্নাহ পদ্ধতি। যেখানে নিম্নের হাদীসটি স্থান পায়নি। এটা আপনি ইচ্ছা করেই গোপন করে গেলেন নাকি অন্যকিছু । হাদীসটি সহীহ হওয়া না হওয়ার ব্যাপারে আপনার মতামত আশা করছি। عَن الحارِثِ الْأَشْعَرِىِّ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : اٰمُرُكُمْ بِخَمْسٍ : بِالْجَمَاعَةِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَالْهِجْرَةِ وَالْجِهَادِ فِىْ سَبِيلِ اللّٰهِ وَإِنَّه مَنْ خَرَجَ مِنَ الْجَمَاعَةِ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِه إِلَّا أَنْ يُرَاجِعَ وَمَنْ دَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ فَهُوَ مِنْ جُثٰى جَهَنَّمَ وَإِنْ صَامَ وَصَلّٰى وَزَعَمَ أَنَّه مُسْلِمٌ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ
ধন্যবাদান্তে, নজরুল

উত্তর

শায়েখ ডঃ আব্দুল্লাহ্ জাহাঙ্গীর রহি. ২০১৬ সালের ১১ মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আপনার প্রশ্নের যথাযথ উত্তর তিনিই ভালো দিতে পারতেন। তবে কোন বিষয়ে লিখতে গেলে ঐ বিষয়ের সব হাদীস নিয়ে আসতে হবে এটা বলা খুবই অন্যায়। সকল লেখকই প্রয়োজন পরিমাণ দলীল নিয়ে আসেন। তিনিও হয়তো যতটুুকু প্রয়োজন মনে করেছেন ততটুকুই করেছেন। আমরা দৃঢ়ভাবে বলতে পারি ইচ্ছাকৃত আপানার ভাষায় গোপন করার মানুষ তিনি নন। তার বক্তব্যগুলো শুনুন, তাহলে আশা করি তার ব্যাপারি আপনি একটি পরিস্কার ধারণা পাবেন ইনশাআল্লাহ।