As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3588

নামায

প্রকাশকাল: 26 Nov 2015

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, যে ব্যক্ত যদি সৎ পথে উপর্জন করে কিন্তু নামাজ পড়ে না। তাহলে তার উপর্জন হরাম হবে না হালাল হবে….?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায না পড়ার কারণে বিশাল গোনাহ হবে, এমনকি অনেক ফকিহের নিকট মুসলিমই থাকবে না তবে তার সৎ পথের উপার্জন হালাল হিসেবে গণ্য হবে।