As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3559

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 28 Oct 2015

প্রশ্ন

মিথ্যা বলা মহা পাপ। স্ত্রী খুশীর জন্য যদি মিথ্যা বলা যায়, তবে স্ত্রী ও বাচ্চদের খুশীর জন্য কেন বাচ্চার জন্মদিন পালন করা যাবে না? ঠিক জন্মদিনে জন্মদিন পালন না করে অন্য যে কোন দিন জন্মদিন পালন করলে বিধর্মীদের সাদৃশ্য হয় না। জন্মদিন পালন করা যাবে না এই মর্মে কোন হাদিস আছে?

উত্তর

সূরা মূমিনুন এর প্রথম ৩ আয়াতে আল্লাহ বলেছেন, মুমিনরা সফল হবে, যারা নামাযে বিনয়ী হবে এবং অযথা কাজ থেকে মুখ ফিরিয়ে রাখবে। রাসূলুল্লাহ সা. বলেছেন, : إِنَّ مِنْ حُسْنِ إسلام المرء تركه ما لا يعنيه মানুষের ইসলামের সোন্দর্য হলো অযথা কাজ পরিত্যাগ করা। সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ২২৯। হাদীসটি হাসান। জন্মদিন পালন করা নি:সন্দেহে একটি অযথা কাজ। তাছাড় এর মাধ্যমে সমাজে নোংরামী ছড়াচ্ছে। শয়তান চায়, খারাপ জিনিসকে ভালো মোড়কে উপস্থাপন করতে। সুতরং একজন প্রকৃত মুসলিমের কিছু্তেই শয়তানের চক্রান্তে পা দেয়া উচিৎ হবে না।