As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3558

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Oct 2015

প্রশ্ন

স্যার ওনার একটা ভিডিওতে বললেন জিন সাধক জাদুকর দের চেনার প্রাথমিক উপায় তারা মায়ের নাম জিজ্ঞাসা করবে, চুল কাপড় ব্যাবহার্য জিনিসপত্ত্র চাইবে এবং অতিত বলবে ইত্যাদি তাহলে এরা জিন সাধক যাদুকর। যাই হোক আমার পরিচিত একজন কওমি মাদ্রাসার আলেম আছেন যিনি ৫ ওয়াক্তনামাজ পড়েন এবং ভালো মানুষ উনি মুলতো চিনি পড়া তৈল পড়া দিয়ে থাকেন উনি কোন সময় তদবির এর প্রয়োজনে কখনো রুগী আর তার মা এর নাম ব্যাতিত আর কোন রকম কিছু চান নাই উদাহারন সরুপ :যেমন কাপরে টুকরো চুল কোন প্রানী জবাই করতে বলা ইত্যাদি এখন আমার প্রশ্ন আমার পরিচিত ঔ আলেম কি কোন কুফর এর সাথে জরিতো আছে কি না?

উত্তর

আপনার বক্তব্য থেকে মনে হচ্ছে উক্ত আলেম কোন কুফর বা শিরকের সাথে জড়িত নন।