As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3557

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 Oct 2015

প্রশ্ন

এক জন ইমাম সাহেবের কাছে থেকে কোন সুতা পড়ে ব্যবহার করা জায়েয হবে কি?

উত্তর

না, জায়েজ হবে না। সুতা পড়ে ব্যবহার করা শিরক। কোন সূরা বা দুআ পড়ে ঝাঁড়-ফুক নিতে পারেন।