কোন নারী যে পর্দার বিধান মানে না তার সামনে কি কোন বক্তা ওয়াজ করতে পারবে?
ব্যাখ্যা করে বললে ব্যাপারটা এমন যে কোন নারী ইসলাম সম্পর্কে জানতে কোন ওয়াজ মাহফিলে বা সভায় প্রবেশ করতে চাইল কিন্তু সে বিধর্মী তাই পর্দারত অবস্থায় নেই। ওই মহিলাকে কি ওই সভায় প্রবেশ করতে দেয়া জায়েজ হবে?বা কোন বক্তা কি তার সামনে ওয়াজ করতে পারবেন?