আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3544

বিবিধ

প্রকাশকাল: 13 অক্টো. 2015

প্রশ্ন

কোন নারী যে পর্দার বিধান মানে না তার সামনে কি কোন বক্তা ওয়াজ করতে পারবে?
ব্যাখ্যা করে বললে ব্যাপারটা এমন যে কোন নারী ইসলাম সম্পর্কে জানতে কোন ওয়াজ মাহফিলে বা সভায় প্রবেশ করতে চাইল কিন্তু সে বিধর্মী তাই পর্দারত অবস্থায় নেই। ওই মহিলাকে কি ওই সভায় প্রবেশ করতে দেয়া জায়েজ হবে?বা কোন বক্তা কি তার সামনে ওয়াজ করতে পারবেন?

উত্তর

এই ধরণের বিশেষ পরিস্থিতিতে বক্তা সাহেব নিজের চোখকে হেফাজত করে প্রয়োজনীও কথা-বার্তা, ওয়াজ-উপদেশ দিলে আশা করি না জায়েজ হবে না।